লাকী আখান্দ স্মরণে গুগলের বিশেষ ডুডল

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 04:25:29

গুগলের হোমপেজে গেলে আজ একটি বিশেষ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ৭ জুন কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের জন্মদিন উপলক্ষে এ ডুডল প্রদর্শন করছে গুগল।

আজকের ডুডলটিতে লাকি আখান্দকে শ্রদ্ধা জানাতে ‘গুগল’ লেখাটিকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

লাকী আখান্দের জন্ম ১৯৫৫ সালের ৭ জুন পুরান ঢাকায়।তিনি মাত্র ১৪ বছর বয়সে এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন।

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে যোগ দেন লাকী আখান্দ। ১৯৮৭ সালে ছোট ভাই শিল্পী হ্যাপী আখান্দের মৃত্যুর পরপর সংগীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছানির্বাসন নেন এই শিল্পী।

তার সংগীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না’।

২০১৭ সালে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৬১ বছর বয়সে মারা যান তিনি।

এ সম্পর্কিত আরও খবর