‘নগদ’ জাহিদ হাসান

বিবিধ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪ | 2023-09-01 18:55:10

কাপড়ের দোকানের মালিক জলিল মিয়া টাকা গুনছেন— ‘আটচল্লিশ, ঊনপঞ্চাশ, পঞ্চাশ।’ এবার ক্লান্ত গলায় তিনি বললেন, ‘মোবাইল ফোনে এতো টাকা কেউ জীবনেও পাঠায় নাই! গুনতে গুনতে গলা শুকায়া গেল!’ এরপর কর্মচারীর কাছ থেকে পানি চান তিনি। ঠিক তখনই অভিনেতা জাহিদ হাসান এসে বলেন, ‘গুনতে তো গলা শুকাইবোই।’

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) ‘নগদ’-এর নতুন বিজ্ঞাপনের দৃশ্য এমন। ছোট পর্দায় এখন প্রচার হচ্ছে এটি।

বিজ্ঞাপনে ‘নগদ’-এর উল্লেখযোগ্য সেবার বিষয়গুলো যেমন— সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো আর যে কারও মোবাইল ফোনে টাকা পাঠানোর ব্যাপারগুলো উপস্থাপন করা হয়েছে। এটি নির্মাণ করেছেন হাসান মোরশেদ।

নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘শুটিংসহ কাজ করার পুরো অভিজ্ঞতা ছিল চমৎকার। কাজ করতে গিয়ে এই সেবার বিভিন্ন দিক সম্পর্কে জেনে আমিও প্রয়োজন হলে নগদ ব্যবহার করছি।’

বাংলাদেশ ডাক বিভাগের নিজস্ব সেবা তথা একটি রাষ্ট্রীয় আর্থিক সেবা হিসেবে ‘নগদ’ দেশের সর্বস্তরের মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর