যৌন হয়রানির অভিযোগ থেকে রেহাই পেলেন বলিউড অভিনেতা নানা পাটেকার। তার বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতকে জানিয়েছে মুম্বাই পুলিশ।
আদালতের শুনানি ও অন্যান্য আইনি প্রক্রিয়ার পর ৬৮ বছর বয়সী নানা পাটেকারকে মিটু মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। আদালতে তনুশ্রীর আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন নীতিন সাতপুত। তাই এই মামলা বন্ধ করে দিয়েছে পুলিশ।
নানা পাাটেকার নিষ্কৃতি পেয়ে যাওয়ার খবরে ৩৫ বছর বয়সী তনুশ্রী বলেন, ‘আমি মোটেও হতবাক হইনি কিংবা চমকে যাইনি। দুর্নীতিবাজ পুলিশ বাহিনী দুশ্চরিত্রের একজন মানুষকে রেহাই দিয়েছে। তবে আমার বিশ্বাস, একদিন ন্যায়বিচার পাব আর আমার জয় হবে। সময়ই সব বলবে।’
গত বছর ভারতে এসে তনুশ্রী অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং চলাকালে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছিলেন নানা পাটেকার। এ ঘটনার পরপরই ভারতে মিটু হ্যাশট্যাগ আন্দোলন ছড়িয়ে পড়ে। আরও অনেক অভিনেত্রী যৌন হেনস্তার বিভিন্ন ঘটনার কথা প্রকাশ্যে আনেন।