বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ খান ও সানি দেওল। কিন্তু এই জনপ্রিয় দুই তারকা একে অপরের সঙ্গে কথা বলেন না গত ১৬ বছর ধরে। এজন্য নাকি দায়ী যশ চোপড়া পরিচালিত ‘ডর’ ছবিটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা নিজে মুখেই স্বীকার করেছেন সানি।
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডর’ ছবিতে নায়ক চরিত্রে ছিলেন সানি এবং ভিলেন চরিত্রে দেখা গিয়েছিলো শাহরুখকে। বলিউড কিংয়ের ভিলেন চরিত্রটি কারণে সেসময় ব্লকবাস্টার হয়েছিলো ছবিটি। আর তখন থেকেই শাহরুখ খানের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন সানি দেওল।
এ প্রসঙ্গে সানি বলেন, ‘দিনশেষে দর্শক আমাকে এবং ছবিটিকে ভালোবেসেছে। সেই সঙ্গে তারা শাহরুখ খানকেও ভালোবেসেছে। কিন্তু ছবিটির ভিলেন চরিত্রটিকে যে এতোটা প্রাধান্য দেওয়া হবে সেটা আমাকে জানানো হয়নি। আমি সবসময় মন খুলে কাজ করি এবং মানুষকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি কাজের ভরসাকে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক অভিনেতা ও তারকার মাঝে এই সৌজন্যবোধ নেই। হয়তো এ কারণেই তারা এতো তারকাখ্যাতি পেয়ে থাকেন।’
যোগ করে তিনি আরও বলেন, ‘ছবির একটি দৃশ্য ছিলো যেখানে শাহরুখ আমাকে চাবুক মেরেছিলো। আমি এই দৃশ্যটি নিয়ে যশ চোপড়ার সঙ্গে আলোচনা করেছিলাম যে আমার চরিত্রটি একজন কমান্ডারের তাহলে শাহরুখ আমাকে কিভাবে মারতে পারে? সে আমাকে চাবুক মারবে যদি এমনটি দেখানো হয়, তাহলে আমাকে কেনো কমান্ডো করা হবে।’
সানি আরও বলেন, ‘যশ চোপড়া একজন বয়স্ক মানুষ ছিলেন। তাই তাকে সম্মান করে কিছু বলিনি। কিন্তু সেসময় বেশ রাগ উঠেছিলো। জিদে প্যান্টের পকেটে হাত দুটি ঢুকিয়ে ফেলেছিলাম। যখন রাগ কিছুটা কমলো দেখলাম যে আমি রাগে হাত দিয়েই প্যান্টের পকেট ছিড়ে ফেলেছি।’
শাহরুখ খানের সঙ্গে কেনো কথা বলেন না? এমন প্রশ্নের জবাবে সানি বলেন- ‘বিষয়টি এমন নয় যে আমরা কথা বলি না। কিন্তু আমি নিজেকে আলাদা করে রাখি। আমি যাই হোক না কেন অনেক বেশি সমাজতন্ত্র করি না। আমাদের কখনও দেখা হয় না। তাই কথা বলার প্রশ্নও আসে না।’
শুধু শাহরুখ খান নয়, ‘ডর’ ছবির পরিচালিত যশ চোপড়ার সঙ্গেও ভালো সম্পর্ক ছিলো না সানি দেওলের। বছর কয়েক আগে ফিল্মফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছিলেন- ‘আমি কখনও যশ চোপড়ার সঙ্গে কাজ করবো না। তিনি এক কথার মানুষ নন। তার সঙ্গে আমার কোনো ভালো স্মৃতিও নেই। তিনি আমার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকা করেছেন।’