শহীদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা 'কবির সিং' মুক্তির দিনেই আয় করেছে ২০ কোটি ২১ লাখ রুপি। শুক্রবার দক্ষিণি সিমেনা ‘অর্জুন রেড্ডি’ রিমেক কবির সিং প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শহীদ কাপুর ও কিয়ারার জুটির ছবিটি মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে সাড়া ফেলেছে। ছবিতে শহীদ কাপুরের মিশ্র চরিত্রটি দর্শকদের আকৃষ্ট করেছে। প্রথমদিনেই বক্স অফিসে শক্ত অবস্থানে রয়েছে ছবিটি।
সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদার্শ টুইটারে ছবিটির অবস্থান সম্পর্কে লিখেছেন, কবির সিং প্রথম দিনে... শহীদ কাপুরের সবচেয়ে বড় শুরু (প্রথমদিনে পদ্মাবতীর আয় ছিল ১৯ কোটি রুপি) ছুটির দিন ছাড়াই মুক্তির দিনে (ধামাল আয় করে ১৬ কোটি ৫০ লাখ রুপি)। সেখানে এবার সেগুলোও ছাড়িয়ে গেলে কবির সিং। শুক্রবার প্রথমদিনে আয় ২০ কোটি ২১ লাখ রুপি।
ছবির প্রথম দিনের আয় প্রসঙ্গে গিরিস ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, শহীদ কাপুর ও কিয়ারা আদভানি ছবিতে দারুন অভিনয় করেছেন। ছবির গান ও ট্রেইলার আগেই বাজিমাত করেছে। দক্ষিণি সিনেমা ‘অর্জুন রেড্ডি’ বেশ সাড়া ফেলেছিল, এটি সেই সিনেমার রিমেক। ছবিটি দর্শকরা পছন্দ করছে। বক্স অফিসে শহীদ কাপুরের সেরা শুরু। ছবিটি নিয়ে সবাই বেশ আগ্রহী।
দক্ষিণি চিত্রনির্মাতা সন্দীপ ভাঙ্গা ২০১৭ সালে নির্মাণ করেছিলেন ‘অর্জুন রেড্ডি’। তামিল ভাষায় নির্মিত সিনেমাটি বেশ সাড়া জাগালে পরিচালক সন্দীপ ভাঙ্গা হিন্দিতে এর রিমেক করার ঘোষণা দেন। হিন্দি ছবিটিতে নাম ভূমিকায় রণবীর সিংহকে কাস্ট করার ব্যাপারে প্রাথমিকভাবে চিন্তা-ভাবনা করলেও শেষ পর্যন্ত তার বদলে শহীদ কাপুরকে নেয়ার সিদ্ধান্ত নেন। শহীদ কাপুর অভিনয় করেছেন নাম ভূমিকায়।