‘ফ্যান’ (২০১৬), ‘রইস’ (২০১৭) এবং ‘জিরো’ (২০১৮) গত তিন বছরে শাহরুখের অভিনীত এই ছবিগুলো মুক্তি পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি ছবিও সফলতার মুখ দেখেনি। প্রতিটি ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।
শুধু এই ছবি তিনটি নয়, ২০১৫ সালে শাহরুখ খান-কাজল জুটি অভিনীত ‘দিলওয়ালে’ ছবিটি বক্স অফিসে শত কোটি রুপি আয় করে নিলেও দর্শকদের প্রশংসা কুড়াতে পারেনি।
এদিকে, গত কয়েক বছর ধরে বক্স অফিসে সফলতার মুখ দেখতে না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কিং খান। এমনকি ‘জিরো’ ছবিটির ব্যর্থতার পর থেকে তিনি কিছুদিনের বিরতি নিয়েছেন বলে জানিয়েছেন। কারণ এই মুহূর্তে তার হৃদয় কোনো ছবি করার জন্য সায় দিচ্ছে না বলে জানান বলিউডের এই সুপারস্টার।
মাঝে শোনা গিয়েছিলো রাকেশ শর্মার জীবনী নিয়ে নির্মিত ‘সারে জাহা সে আচ্ছা’ ছবিতে অভিনয় করবেন কিং খান। এছাড়া সঞ্জয়লীলা বানসালি পরিচালিত একটি ছবিতেও তার অভিনয় করার গুঞ্জন উঠেছিলো।
তবে এই ছবিগুলোতে অভিনয় করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন- ‘আমার হাতে এই মুহূর্তে কোনো ছবির কাজ নেই। আমি কোনো ছবিতে অভিনয় করছি না।’
যোগ করে শাহরুখ আরও বলেন- ‘সচরাচর যেটি হয় একটি ছবির কাজ শেষ হতে না হতেই আরেকটি ছবির কাজ শুরু হয়ে যায়। কিন্তু আমার হৃদয় এখন কোনো ছবিতে অভিনয়ের জন্য আমাকে সায় দিচ্ছে না।’
অভিনয় থেকে দূরে সরে বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন শাহরুখ খান। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমার মেয়ে এখন কলেজে আছে। ছেলের পড়াশোনা প্রায় শেষ। তাই আমি এখন আমার বেশিরভাগ সময় আমার পরিবারের সঙ্গে কাটাতে চাই।’