তুরস্কের রোমান্টিক শহর বোদরুমে গত ১৯ জুন দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরাত জাহান। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসর্টে সম্পন্ন হয়েছে এই জুটির বিয়ের সকল আনুষ্ঠানিকতা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে গত গত ২৩ জুন কলকাতায় ফিরেছেন নব-দম্পতি। এরপর ২৫ জুন সংসদে শপথগ্রহণ করেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান।
আরও পড়ুন: বিয়ের পর শপথ
শপথগ্রহণ অনুষ্ঠানে সাদা-বেগুনি পাড়ের শাড়ি পরেছিলেন নুসরাত। সিঁথিতে ছিল চওড়া করে সিঁদুর দেওয়া। আর দুই হাত ভর্তি ছিল চূড়া।
হিন্দুদের সাজে সেজে কেনো শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন নুসরাত? এখন এমনটাই প্রশ্ন নিন্দুকের মুখে।
Paying heed or reacting to comments made by hardliners of any religion only breeds hatred and violence, and history bears testimony to that.. #NJforInclusiveIndia #Youthquake #secularIndia pic.twitter.com/mHmINQiYzj
— Nusrat (@nusratchirps) June 29, 2019
নিন্দুকদের প্রশ্নের জবাব দিয়ে নুসরাত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন- ‘আমি সমন্বিত ভারতের প্রতিনিধি, যা জাতপাত এবং ধর্মের বাধার অনেক উপরে। আমি এখনও মুসলমানই আছি। তাই আমি কী পরব বা পরব না, তা নিয়ে কারও কোনো মন্তব্য করা উচিত নয়।’