বলিউডের তিন খানকে রূপালি পর্দায় একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের ভক্তরা। কিন্তু তিন খানকে একসঙ্গে দেখা না গেলেও। শিগগিরই সালমান খান ও আমির খানকে হাজির হতে যাচ্ছেন চিত্রনাট্যকার দীলিপ শুক্লা!
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ আপনা আপনা’ ছবিটির কথা মনে আছে? যা ছিলো সালমান খান, আমির খান, রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুরের প্রেম ও কমেডিতে ভরপুর।
ইতিমধ্যে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য লেখা শুরু করেছেন দীলিপ শুক্লা। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,‘আমি ছবিটির সিক্যুয়েলের চিত্রনাট্য লিখছি। তবে আগের থেকে এবারের ছবিটি আরও বেশি আকর্ষনীয় হবে।’
যোগ করে দীলিপ আরও বলেন- ‘আন্দাজ আপনা আপনা’ ছবির প্রযোজক বিনয় সিনহার মেয়ে প্রীতি সিনহা তাকে ছবিটির সিক্যুয়েলের চিত্রনাট্য লিখতে বলেছেন।
আগের ছবির মতো সিক্যুয়েলটি সালমান খান ও আমির খানকে ছাড়া অসম্ভব জানিয়ে দীলিপ বলেন-‘সালমান-আমিরকে ছাড়া সিক্যুয়েলটি একেবারেই অসম্ভব। তাদের সঙ্গে আরও নতুন তিনটি মুখ দেখা যাবে।’
আগের ছবির মতো এবারের ছবিটিও পরিচালনা করবেন রাজকুমার সন্তোষ।
শুধু ‘আন্দাজ আপনা আপনা’ নয়, সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’ ছবির চিত্রনাট্য লিখেছেন দীলিপ শুক্লা।