#মিটু আন্দোলন নিয়ে করণের গান

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-15 21:12:40

বলিউউ ইন্ডাস্ট্রিতে #মিটু আন্দোলন শুরু করেছিলেন গায়ক-অভিনেতা করণ ওবেরয়। কিন্তু মাস দুয়েক আগে ছোটপর্দার এই অভিনেতার বিরুদ্ধেই উঠে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ।


ধর্ষণের অভিযোগে গত ৫ মে গ্রেফতার করা হয়েছিল করণকে। দুই দিন কারাগারে থাকার পর ৭ জুন ব্যক্তিগত জামিনে ছাড়া পান তিনি। পরে ধর্ষণ মামলা থেকেও জামিন দেওয়া হয় তাকে।

এ ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন করণ ওবেরয়। সেই কষ্ট থেকেই ‘রিস্তো কা ব্যাপার’ শিরোনামের একটি গান বাঁধলেন এই অভিনেতা।

 

গানটি প্রসঙ্গে করণ ওবেরয় বলেন- “এই গান আমার দুঃখ এবং যন্ত্রণার কথা তুলে ধরেছে। আমার মতোই যেসব পুরুষ মিথ্যা মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন অসম্মান এবং লজ্জার মধ্য দিয়ে কাটাতে হয়েছে। মানসিক যন্ত্রণায় ভুগেছেন। এই গান তাদের কথা মাথায় রেখে, লিঙ্গ বৈষম্যের কথা ভেবে এই গান লেখা। এই ক্ষেত্রে নারীদের থেকে একজন পুরুষের যন্ত্রণা কোনও অংশে কম নয় সেটিও বোঝাতে চেয়েছি।”

এ সম্পর্কিত আরও খবর