প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরী সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩ জুলাই) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক নুরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্মীর মা দিলারা খানম। যার মামলা নম্বর-২৫৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(গ)/৩০। বুধবার ওই মামলায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।