জায়রার কাছে রাভিনার ক্ষমাপ্রার্থনা

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:42:45

‘যে বলিউড খ্যাতি দেয় তাকে ছেড়ে দুটি ছবি ঝুলিতে থাকা কেউ অকৃতজ্ঞের মতো চলে যাবে এটা কোনও বিষয় না। শুধু প্রস্থানের সময় ইন্ডাস্ট্রির প্রতি যেন তার দৃষ্টিভঙ্গিটা নেতিবাচক না হয়।’ অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে টুইটারে এমনটাই মন্তব্য করেছিলেন রাভিনা ট্যান্ডন।

এমন মন্তব্যের কারণে বেশ সমালোচিত হয়েছেন রাভিনা। শেষশেষ টুইটার থেকে সেই টুইট ডিলিট করে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

শুধু টুইট ডিলিট করেননি, জায়রা ওয়াসিমের কাছে ক্ষমা চেয়ে রাভিনা ট্যান্ডন টুইটারে লিখেছেন- ‘জায়রা যদি চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সত্যি এটি খুব দুঃখজনক। তার জন্য খুব খারাপ লাগছে। তাকে কী এতো দীর্ঘ একটি বিবৃতি লেখার জন্য বাধ্য করা হয়েছিল? তিনি অনেক তরুণ-তরুণীদের স্বপ্নের রোল-মডেল।’

যোগ করে রাভিনা আরও লিখেছেন- ‘আমি তার জন্য সৌভাগ্য এবং শক্তি কামনা করছি। আশা করছি এটি দেখার পর তিনি বুঝতে পারবেন আমি আমার আগে করা মন্তব্যটির জন্য অনুতপ্ত। মনে হচ্ছে তাকে ওই কথাগুলো লিখতে বাধ্য করা হয়েছে। যা আমার মতো মানুষ যারা ফিল্মস, সিনেমা ও ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন তাদের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত।’

শনিবার (২৯ জুন) বলিউড ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়ে জায়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন- ‘পাঁচ বছর আগে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমার জীবন বদলে দিয়েছিল। বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সফলতার দরজাগুলো যেন আমার জন্য খুলতে থাকে। জনসাধারণের মনযোগের প্রধান প্রার্থী হতে শুরু করেছিলাম আমি। সেই সঙ্গে তরুণ-তরুণীদের রোল-মডেলও হয়ে গিয়েছি। আজ আমি পাঁচ বছর পূর্ণ করলাম। কিন্তু আমি স্বীকার করতে চাই আমি এই পরিচয় ও কাজে খুশি নই। কারণ বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে যেন অন্য কাউকে পরিণত হওয়ার জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি।’

যোগ করে জায়রা আরও বলেন- ‘চলচ্চিত্রের নতুন জীবনধারার সঙ্গে মানিয়ে নিতে সময়, শ্রম ও আবেগের কমতি রাখিনি। কিন্তু ধীরে ধীরে কিছু বিষয় বুঝতে শুরু করেছি। আমার সেই উপলব্ধি হলো, বলিউডে আমি মানিয়ে যেতে পারলেও এটা আমার জায়গা না। এই জায়গাটি আমাকে অনেক ভালোবাসা, অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছে। কিন্তু এটি আমাকে অজ্ঞতার পথে পরিচালিত করছিল। আমি আমার ইমান থেকে সরে গিয়েছিলাম। আমি যখন আমার ইমানের সঙ্গে ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করে এমন পরিবেশে কাজ চালিয়ে যাচ্ছিলাম, তখন আমার ধর্মের সঙ্গে আমার সম্পর্কগুলোও হুমকির সম্মুখিন হচ্ছে।’

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন জায়রা ওয়াসিম। ছবিটিতে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় অর্জন করেছিলেন তিনি।

‘দঙ্গল’-এর পর জায়রা ওয়াসিমকে দেখা গিয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে। এখানেও এই তারকা সহশিল্পী হিসেবে পেয়েছিলেন আমির খানকে। এটিও ভালো ব্যবসা করেছিলো বক্স অফিসে।

এ সম্পর্কিত আরও খবর