র্যাপ সংগীত, খোলা মেলা পোশাক এবং অভিনয়ের জন্য নিকি মিনাজকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে সম্প্রতি তিনি শিরোনাম এসেছেন সৌদি আরবের মতো অতি রক্ষণশীল দেশে কনসার্ট করার ঘোষণা দিয়ে।
আগামী ১৮ জুলাই র্যাপ তারকা নিকি মিনাজ সৌদি শহর জেদ্দায় ‘ওয়ার্ল্ড ফেস্ট’ এ পারফর্ম করবেন।
গত কয়েকদিন ধরে টুইটারে ট্রেন্ডিংয়ে আছেন নিকি মিনাজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
একজন ব্যক্তি লিখেছেন, সৌদি হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। এখানে নিকি মিনাজের কনসার্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
টুইটারে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে একজন নারী বলছেন, 'যেখানে সৌদি নারীদেরকে বাধ্যতামূলক বোরকা পরতে হয় সেখানে নিকি মিনাজের মতো একজন র্যাপারকে সৌদি কর্তৃপক্ষ কিভাবে অনুমতি দেয় কনসার্টের? তার গানের কথায় অশ্লীল শব্দ, যৌনতা এবং তার নাচে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনী করেন তিনি। অথচ তারা আমাদেরকে বলবে পর্দা করতে, শরীর ঢেকে রাখতে? এটা কোন ধরনের ভণ্ডামি?'
সূত্র: বিবিসি