এখন স্কটল্যান্ডের গ্লাসগোতে ‘৮৩’র শুটিং করছেন রণবীর-দীপিকা। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়কে ঘিরে তৈরি হচ্ছে ছবিটি। ওই বছর আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ খেলেছিল দেশটি।
এদিকে, আজ (৬ জুলাই) ৩৪ বছরে পা দিয়েছেন রণবীর সিং। আর এ বিশেষ দিনেই '৮৩' ছবিতে কপিল দেবের চরিত্রে রণবীরের প্রথম লুক প্রকাশ করা হয়েছে।
কোঁকড়ানো চুল, মোচ, গলায় কালো সুতো, বল হাতে শ্যাম বর্ণের কপিলের রূপে দারুণ মানিয়েছে রণবীরকে। ঠিক যেন কপিল দেবের কার্বন কপি!
শেয়ার করা ছবিটির ক্যাপশনে রণবীর লিখেছেন, 'আমার বিশেষ দিনে হরিয়ানার হারিকেন (ঘূর্ণিঝড়ের নাম) কপিল দেবকে উপস্থাপন করলাম।'
কপিল দেবের রূপে রণবীরের প্রথম ছবি প্রকাশের পর থেকে প্রশংসার সাগরে ভাসতে শুরু করেছেন বলিউডের এই সুপারস্টার। ছবির নিচে মন্তব্য করে অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন- 'ওয়াও'।
ভারতের ক্রিকেটার শিখর ধাওয়ান লিখেছেন- দেখতে ঠিক পাজির (ভাই) মত।
ধারাক ছবির পরিচালক শশাঙ্ক খাইতান লিখেছেন- ' ওয়াও। সত্যিই দারুণ। দেখতে ঠিক কিংবদন্তি কপিল দেবের মতই।'
কবির খান পরিচালিত ‘৮৩’ মুক্তি পাবে ২০২০ সালের ১০ এপ্রিল।