ভারতের জি বাংলায় প্রচারিত গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে দুই বাংলাতেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন মাঈনুল আহসান নোবেল।
এবার জনপ্রিয় এই সংগীতশিল্পী ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন একটি মৌলিক গান। ইতিমধ্যে শুরু হয়েছে ‘সুনন্দা’ শিরোনামের গানটির রেকর্ডিং।
গানটিতে গিটার বাজিয়েছেন বাংলাদেশের জাহিন রশীদ ও সাদমান মাতিস আর ড্রামস বাজিয়েছেন কলকাতার বাচস্পতি চক্রবর্তী বেইজ এবং ফকিরা ব্যান্ডের সদস্য অভিরূপ দাস বান্টি।
গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী নোবেল বলেন, ‘সা রে গা মা পা’র মাধ্যমে দুই বাংলার মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আমার এই নতুন গান ‘সুনন্দা’ দুই বাংলার মিউজিশিয়ানদের সম্মিলন। গানের কাজ এখনও শেষ হয়নি। তবে শিগগিরই প্রকাশ করা হবে।
শুধু একটি গানই নয়, আরও বেশ কয়েকটি মৌলিক গান তৈরির উদ্যোগ নিয়েছেন বলে জানান এই শিল্পী।
এ মাসেই ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সবার দোয়া আর ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চান নোবেল।