প্রযোজকরা বাঁচলে চলচ্চিত্র বাঁচবে বলে জানিয়েছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের শীর্ষ নায়ক শাকিব খান।
তিনি বলেছেন, ‘আজ আনন্দের দিন। বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে, বেশ ভালো লাগছে।’
শনিবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের ভোট দেওয়ার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। এখন চলছে গণনা।
এদিকে, নির্বাচনকে ঘিরে এফডিসিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোকেও বেশ চাঙা দেখা গেছে।
উল্লেখ্য, মামলা ও নানা জটিলতার কারণে ৭ বছর ধরে বন্ধ ছিল এই সমিতির নির্বাচন। এর আগে নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট।