জি-বাংলার সংগীত বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো’ ‘সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার অঙ্কিতা ভট্টাচার্য। বাংলাদেশের প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন।
রোববার (২৯ জুলাই) দুই বাংলার জনপ্রিয় এ রিয়েলিটি শো’র চূড়ান্ত পর্ব প্রচার হয় জি-বাংলায়। প্রায় ৯ মাস ধরে চলা এ প্রতিযোগিতার চূড়ান্ত পূর্বে বিচারকদের রায়ে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ। নোবেলের সঙ্গে যৌথভাবে তৃতীয় রানারআপ হয়েছেন প্রীতম।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নতুন গাড়ির চাবি ও ২ লাখ টাকার চেক তুলে দেওয়া অঙ্কিতার হাতে। এছাড়া স্পন্সররা তার হাতে বিভিন্ন পুরষ্কার তুলে দেন।
৪ ঘণ্টার এ গ্রান্ড ফিনালেতে প্রতিযোগীরা দুই পর্বে গান পরিবেশন করেন। নোবেল প্রথম পর্বে প্রতুল মুখোপাধ্যায়’র ‘আমি বাংলার গান গাই’ ও ২য় পর্বে প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের কণ্ঠের ‘বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যীশু সেনগুপ্ত। বিচারক ছিলেন মোনালী ঠাকুর, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য।
সা রে গা মা পা‘র ফাইনালের ফলাফল এক মাস আগেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছিলো। যদি জি বাংলা ও প্রতিযোগিদের পক্ষে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রকাশিত ফলাফলেই সত্যি হয়েছে।