কিছুদিন আগে ৪০ বছরে পা দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রায় এক মাসের সফরে ব্যান্ড দলটির সদস্যরা আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের কনসার্টে অংশ নিচ্ছেন। তবে আমেরিকার কনসার্টে অংশ নেননি ব্যান্ড দলটির বেজ গিটারিস্ট ও ভোকাল শাফিন আহমেদ।
গত ২৩ জুলাই এই বিষয় নিয়ে বার্তাটোয়েন্টিফোর.কমে “আমেরিকায় ‘মাইলস’, ঢাকায় শাফিন” শিরোনামের একটি খবর প্রকাশিত হয়।
আরও পড়ুন: আমেরিকায় ‘মাইলস’, ঢাকায় শাফিন
সংবাদ বিজ্ঞপ্তিতে শাফিন আহমেদ জানিয়েছেন, ‘পাসপোর্ট হাতে না পেলে কীভাবে যাবো? আমারা সবাই একইসঙ্গে আমেরিকান অ্যাম্বাসিতে পাসপোর্ট নিতে গিয়েছিলাম। অ্যাম্বাসি আমার পাসপোর্টটি ফেরত দেয়নি। এটি অ্যাম্বাসির জন্য খুব সাধারণ বিষয়। এখন শুধু পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি। সেটি পেলেই দলে যোগ দেব।’
যদিও ২৩ জুলাই বার্তাটোয়েন্টিফোর.কমের প্রকাশিত সেই প্রতিবদনে শাফিন আহমেদের ভিসা জটিলতার কথা উল্লেখ করা হয়েছিল।
ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলা সংগীতের অন্যতম ব্যান্ড ‘মাইলস’। বর্তমানে ব্যান্ড দিলটির নেতৃত্ব দিচ্ছেন হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য।