বছর শেষে আসছে আতিকের ‘মানুষের বাগান’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টফোর.কম | 2023-09-01 02:15:04

 

টিভি ফিকশন নির্মাণ করে সাড়া ফেলেছিলেন মেধাবী নির্মাতা নুরুল আলম আতিক। এরপর ২০১০ সালে ‘ডুবসাঁতার’ নির্মাণ করে আসেন বড় পর্দায়। প্রায় ১০ বছর পর এই বছরের শেষের দিকে নুরুল আলম আতিকের নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার নাম ‘মানুষের বাগান’।

রোববার (৪ আগস্ট) সিনেমাটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সূত্রে বার্তাটোয়েন্টফোর.কমের সঙ্গে আলাপকালে নুরুল আলম আতিক জানালেন, 'ফেসবুকে সিনেমাটির যে পোস্টার প্রকাশ পেয়েছে সেটি চূড়ান্ত না। প্রকাশিত পোস্টারের আদলে নতুন চূড়ান্ত পোস্টার প্রকাশ করা হবে। কাজ শেষ হওয়ার আগেই এমন পোস্টার প্রকাশিত হওয়ায় আমি বিব্রত।'

নুরুল আলম আতিক আরও বলেন, 'সিনেমার কাজ শেষ হতে প্রায় দুই মাস লাগবে। এখন ভারতে সম্পাদনার কাজ চলছে। শুটিং শেষ হয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। সব ঠিক থাকলে বছরের শেষ দিকে শীতের সময় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষদের নিয়ে গড়ে এই সিনেমাতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে। সিনেমাটিতে ‘মানুষের বাগান’ শিরোনামের একটি গান করছে ব্যান্ড দল ‌চিরকুট।

নুরুল আলম আতিক হাতে 'পেয়ারার সুবাস' ও 'লাল মোরগের ঝুঁটি' নামের দুইটি সিনেমা কাজ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর