দশমবারের মতো হজ পালন করতে মক্কায় অবস্থান করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের বন্ধু ও সহকর্মী লিটন এরশাদ বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩ আগস্ট রাত সাড়ে ১২ টায় পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ইলিয়াস কাঞ্চন। নারিন্দা পীরের মুরিদ ইলিয়াস কাঞ্চন। সেখানকার কাফেলার মাধ্যমে তিনি এই হজ ব্রত পালন করতে গিয়েছেন। প্রায় ১ মাস ১৫ দিন পর দেশে ফিরবেন ঢাকাই সিনেমার এই অভিনেত।
ইলিয়াস কাঞ্চন সর্বপ্রথম হজ করেন ১৯৯৩ সালে। প্রথম হজে তার সঙ্গী ছিলেন তার প্রয়াত স্ত্রী জাহানারা। হজের তিন মাস পরই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারান দেশীয় সিনেমার শক্তিমান এই অভিনেতা। স্ত্রীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) গড়ে তোলেন তিনি।
১৯৭৭ সালে বসুন্ধরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ইলিয়াস কাঞ্চন। প্রায় ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত বেদের মেয়ে জোছনা (১৯৮৯) সিনেমাটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা হিসেবে স্বীকৃত।