ঈদ আয়োজনে যা থাকছে নাগরিক টিভিতে

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 13:56:42

ঈদ আনন্দে ৭ দিনের বিশেষ আয়োজন সাজিয়েছে নাগরিক টেলিভিশন। আয়োজনে থাকছে ৫টি ধারাবাহিক, ১৫টি সিঙ্গেল নাটক, ১৪টি সিনেমা। এছাড়া সপ্তাহব্যাপী আয়োজনে প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে সরাসরি থাকছে ‘গানের মেলা’।

ঈদের ১৪ সিনেমা
ঈদের দিন সকাল ১০টায় প্রচার হবে ‘তোমাকে চাই’। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ফুল এন্ড ফাইনাল’।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’।

তৃতীয় দিন সকাল ১০টায় প্রচার হবে ‘আব্বাজান’। দুপুর ২টা ৩০ মিনিটে ‘বিয়ে বাড়ি’।

চতুর্থ দিন সকাল ১০টায় ‘মন যেখানে হৃদয় সেখানে’। দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুলতান’।

পঞ্চম দিন সকাল ১০টায় প্রচার হবে ‘জেল থেকে বলছি’। দুপুর ২টা ৩০ মিনিটে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’।

৬ষ্ঠ দিন সকাল ১০টায় ‘স্বপ্নের বাসর’। দুপুর ২টা ৩০ মিনিটে ‘হৃদয় শুধু তোমার জন্য’।

৭ম দিন সকাল ১০টায় ‘আনন্দ অশ্রু’। দুপুর ২টা ৩০ মিনিটে ‘ফুল নেব না অশ্রু নেব’।

৫টি ধারাবাহিক নাটক
ঈদ ধারাবাহিক ৫টি হলো যথাক্রমে- ‘বোকা জামাই’, ‘বাকীর নাম ফাঁকি’, ‘এক্সফেল ফয়েজ’, ‘মিস্টার হেলানম্যান’, ‘তিন রাস্তার ভূত’ । এর মধ্যে ‘বোকা জামাই’ চলবে ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪০ পর্যন্ত।

‘বাকীর নাম ফাঁকি’ ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪০ থেকে ৭টা ২০ পর্যন্ত।

‘এক্সফেল ফয়েজ’ ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন। প্রতিদিন রাত ৭টা ২০ মিনিট থেকে ৮টা।

‘মিস্টার হেলানম্যান’ ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন। প্রতিদিন রাত ৯টা থেকে ৯টা ৪০ মিনিট।

‘তিন রাস্তার ভূত’ ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন। প্রতিদিন রাত ৯টা ৪০ থেকে ১০টা ২০ মিনিট।

১৫ টি সিঙ্গেল নাটক
সিঙ্গেল নাটক থাকছে প্রতিদিন দুটি করে। প্রথম পর্যায়ের নাটকগুলো প্রচার হবে রাত ৮টায়। দ্বিতীয়টি প্রচার হবে রাত ১০টা ২০ মিনিট থেকে।

রাত ৮টায় ঈদের দিন থাকছে ‘গল্পের একমাত্র আগুন্তক’। সোহেল আরিয়ানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, তিশা।

দ্বিতীয় দিন প্রচার হবে ‘যত দোষ নন্দ ঘোষ’। রচনা সুস্ময় সুমন। পরিচালনা মাইনুল হাসান খোকন। অভিনয়ে মীর সাব্বির, তানিয়া বৃষ্টি প্রমুখ। তৃতীয় দিন থাকছে মাতিয়া বানু শুকুর রচনা এবং পরিচালনায় ‘মৌনব্রত’। অভিনয়ে আফরান নিশো, স্বাগতা প্রমুখ।

চতুর্থ দিন রয়েছে ‘স্বপ্নের স্কুল’। মাসুদ আল জাবেরের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জোভান, তাসনিয়া ফারিন প্রমুখ। পঞ্চম দিন রাত ৮টায় রয়েছে ‘গ্যাংস্টার পাপা’। পরিচালনা হুমায়ূন রশীদ সম্রাট। অভিনয়ে তারিক আনাম খান, নাঈম, নাবিলা ইসলাম প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টায় প্রচার হবে ‘গল্পটা একটি পরিবারের’ নাটক। রচনা ও পরিচালনা সাহাদাত সাহেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে। সপ্তম দিন রাত ৮টায় ‘মুড়ি কোম্পানি’। রচনা ও পরিচালনায় মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে তৌসিফ, অহনাসহ আরও অনেকে।

আর রাত ১০টা ২০ মিনিটের চাঙ্কে ঈদের দিন থেকে পর্যায়ক্রমে দেখানো হবে ‘সুইট সিক্সটিন’, ‘গল্পটা অবৈধ’, ‘ভূত হইতে সাবধান’, ‘মা বলেছে’, ‘তোমার জন্য আমি’, ‘ভাইরাল হইতে চাই’, ‘ডেলিভারি বয়’ নাটকগুলো।

এছাড়া গানের মেলায় ঈদের দিন গান পরিবেশন করবেন আঁখি আলমগীর, পরের দিন মমতাজ, তৃতীয় দিন ব্যান্ড ‘অবসকিওর’, চতুর্থদিন শফি মন্ডল ও লায়লা, পঞ্চম দিন মুজিব পরদেশী, ষষ্ঠ দিন অপু ও লুইপা এবং সপ্তম দিন ন্যান্সি।

এ সম্পর্কিত আরও খবর