এফডিসিতে শোক দিবস পালন

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 18:10:22

গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারাদেশে পালিত হচ্ছে ‘জাতীয় শোক দিবস’। যথাযথ মর্যাদায় এফডিসিতেও পালিত হচ্ছে দিবসটি।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘শোক দিবস উপলক্ষে আজ এফডিসির প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া এফডিসিতে অবস্থিত সকল সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সকল ফ্লোরের শুটিং। আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল ও গণভোজের।’

এছাড়া সকাল ১১টায় এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষণ চন্দ্র দেবনাথ, কারিগরি ও প্রকাশকের পরিচালক মো. আইয়ুব আলী, অতিরিক্ত পরিচালক অর্থ শহিদুল ইসলাম, উৎপাদন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল হক এবং এফডিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জানা গেছে, এফডিসিতে জাতীয় শোক দিবস পালন করেছে এফডিসি প্রশাসনসহ প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ সকল সংগঠন।

এ সম্পর্কিত আরও খবর