বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে বাংলাদেশে ফিরে আসেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি। তার এই ফিরে আসাকে কেন্দ্র করে একটি গান তৈরি করা হয়। যার শিরোনাম ছিল ‘বঙ্গবন্ধু ফিরে এলে’। গানটি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। লিখেছিলেন আবিদুর রহমান, সংগীতায়োজন করেন সুধিন দাসগুপ্ত।
সম্প্রতি গানটি নতুন করে গেয়েছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন এমপি রনি।
৬ সেপ্টেম্বর ‘স্টেজ ফর ইউথ’ সংগঠনের অভিষেক অনুষ্ঠানে প্রথম মুক্তি পাবে গানটির মিউজিক ভিডিও। গানটির চিত্রায়ন করা হয়েছে মেহেরপুর মুজিবনগরসহ বাংলাদেশের ঐতিহাসিক কয়েকটি স্থানে।
ইলিয়াস এ গান নিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু নামটি বাঙালি জাতির সাথে গভীরভাবে জড়িয়ে আছেন। তিনি না থাকলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। তার প্রতি সেই আবেগ ও শ্রদ্ধা থেকেই গানটি নতুন করে গেয়েছি।’