আজ প্রেক্ষাগৃহে ২ সিনেমা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 11:46:26

আজ (১৩ সেপ্টেম্বর) ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুইটি সিনেমা। নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির ‘মায়াবতী’ মুক্তি পেয়েছে ২২ টি প্রেক্ষাগৃহে আর মহিয়া মাহি ও নবাগত জে এইচ রুশো জুটির ‘অবতার’ মুক্তি পেয়েছে ৩৩ টি প্রেক্ষাগৃহে।

‘মায়াবতী’ সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন নির্মাতা অরুণ চৌধুরী। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘আলতাবানু’ নির্মাণ করেছিলেন তিনি।

সিনেমাটির গল্পে দেখা যাবে, ‘মায়া’ নামে এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছে থেকে চুরি হয়ে যায়। পরে তাকে বিক্রি করা হয় দৌলতদিয়ার যৌন পল্লীতে। সেখানে বেড়ে ওঠে সে, সংগীত গুরু খোদাবক্স তাকে বড় করে তোলেন। এ সময় ব্যারিস্টার পুত্রের প্রেমে পড়েন মায়া।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

আরও পড়ুন: যৌনপল্লী থেকে নারী মুক্তির গল্প শোনাবেন মায়াবতী’র তিশা

অন্যদিকে ‘অবতার’ সিনেমার মাধ্যমে সাত মাস পর আবার পর্দায় ফিরছেন মহিয়া মাহি। সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সিনেমাটির গল্পে দেখা যাবে, সমাজে এমন অনেক পরিবার আছে, যেখানে একটি সন্তান মাদকাসক্ত। এমন একটি সন্তান ধ্বংস করে দিচ্ছে পরিবার, প্রভাব পড়ছে সমাজে।

‘অবতার’ পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাহমুদ হাসান।

আরও পড়ুন: ২২ সিনেমা হলে আসছে তিশা-ইয়াশ

 

এ সম্পর্কিত আরও খবর