অসাধু উপায় অবলম্বন করে মেয়েকে অভিজাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর অভিযোগে হলিউড অভিনেত্রী ফেলিসিটি হাফম্যানকে ১৪ দিনের কারাবাস দিয়েছেন আমেরিকার একটি আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।
এছাড়া এক বছরের মধ্যে দশদিনের বেশি সময় তাকে জনসেবামূলক কাজ করতে হবে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। হাফম্যান বাদেও এই রায়ে আরও ১৩ জনকে শাস্তি দেওয়া হয়েছে।
৫৬ বছর বয়সী হাফম্যান রায়ের পর এক বিবৃতিতে বলেন, ‘বিচারক আমাকে যে শাস্তি দিয়েছেন তা আমি মেনে নিয়েছি। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমার এই অপরাধের সঙ্গে আমার পরিবারের কেউ জড়িত নয়।’
এ ধরনের কাজের জন্য তিনি তার পরিবার এবং দেশের সবার কাছে ক্ষমা চেয়েছেন।
হাফম্যান কোর্টে বলেন, ‘আমি ভুল করেছি। আপনি যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব।’
হাফম্যানের স্বামী খ্যাতিমান অভিনেতা উইলিয়াম এইচ ম্যাসি। তবে তিনি অভিযুক্ত হননি।
গত ১৩ মার্চ বিচার বিভাগের অধীনে সর্বকালের সবচেয়ে বড় কলেজ প্রতারণা কেলেঙ্কারির বিরুদ্ধে রিট করা হয়। যেখানে হাফম্যানসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
মূলত এই ৫০ জন উইলিয়াম নামক এক শিক্ষককে টাকা দেন তাদের ছেলে মেয়েদেরকে অভিজাত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। উইলিয়াম তাদের কাছ থেকে প্রায় ২৫ মিলিয়ন ডলার নেন। তার বিরুদ্ধে অর্থ পাচার, প্রতারণা, বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে।