কলকাতার জনপ্রিয় আরজে, গায়ক, অভিনেতা ও টিভি শো ‘মীরাক্কেল’র উপস্থাপক মীর আফসার আলী গত ২ বছরে ৪ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন মীর।
সেই সাক্ষাৎকারে মীর জানিয়েছেন, ৪ বারের মধ্যে ৩ বার আমাকে আনোয়ার শাহ রোডের হসপিটালে ভর্তি করা হয়েছিল। একবার তো আমি নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম। ৮৭টি ঘুমের ওষুধ খেয়ে ছিলাম। সে বার মনে হয়েছিল আমি আর ফিরবো না। তারপর কাউন্সেলিং, ওষুধ খাওয়া শুরু হলো।
এমন আত্মহত্যা চেষ্টার কারণ হিসাবে মীর জানিয়েছেন, আল্লাহ সবকিছু আমাকে দিয়েছেন। এমন কিছু যা যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি সেগুলোও আমার দখলে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু একটার পেছনে ছুটতে থাকা, কিছু একটা তাগিদ, কোনো একটা জেদের বশে, এমন কাজ করেছি।
তবে এখন আর এমন কাজ করতে চান না মীর। জানিয়েছেন, আপনাদের যাদের মাথায় এমন চিন্তা আসছে তারা সঙ্গে সঙ্গে কাছের কোনো মানুষকে বলে ফেলুন। পাশে কেউ না থাকলে তাকে ফোন করে কথাটা বলুন।
মীর ভারতীয় বাংলা গণমাধ্যমের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। প্রাথমিকভাবে তার খ্যাতি মূলত উপস্থাপক হিসেবে। ডিডি বাংলার নিউজ প্রোগ্রাম খাস খবর-এর মাধ্যমে টেলিভিশনে প্রথম আবির্ভাব হলেও জি বাংলায় প্রচারিত রিয়েলিটি শো মীরাক্কেলের মাধ্যমেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।