কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে ব্যোমকেশ চরিত্রে। আসছে পূজায় তিনি সত্যান্বেষী ব্যোমকেশ হয়ে হাজির হবেন।
সম্প্রতি ‘সত্যান্বেষী ব্যোমকেশ’র ট্রেলার প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, এবারের ব্যোমকেশর গল্পটা ১৯৭১ সালের। ২ মিনিট ২৪ সেকেন্ডের সেই ট্রেলারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও নিতে শোনা গেছে।
এবারের ব্যোমকেশ পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তাকে গাইড করছেন অঞ্জন দত্ত। ‘মগ্নমৈনাক’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন অঞ্জন।
জানা গেছে, পরমের সঙ্গে ডা. অজিত চরিত্রে দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। আরও আছেন নবাগতা আয়োশী তালুকদার ও সুপ্রভাত।