শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

বিবিধ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 23:02:45

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গেল ২৪ মে মাসে। নিয়ম অনুসারে, মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু নিয়ম অনুসারে সেসব কিছু না হলেও জানা গেছে, আগামী ১৮ অক্টোবর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর এই নির্বাচনে প্রধান কমিশনার হচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

এদিকে এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় তারকাকে নিয়ে আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। শোনা যাচ্ছে, এবারও মিশা সওদাগর সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান প্রার্থী হবেন। যদিও এখনো কোন কিছুই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হয়নি।

জানা গেছে, আগামী ৪ অক্টোবর শিল্পী সমিতির মিটিং শেষে নির্বাচনের তফসীল ঘোষণা করবেন সভাপতি মিশা সওদাগর। এরপর বিদায়ী কমিটি শিল্পী সমিতির ভোটার তালিকা প্রকাশ করবেন।

 

এ সম্পর্কিত আরও খবর