সংগীতশিল্পী শান শাইক বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় আরেক সংগীতশিল্পী সাব্বির জামানের ছোট বোন নুসরাত জামান স্নিগ্ধাকে বিয়ে করেছেন।
হঠাৎ এই বিয়ে নিয়ে শান গণমাধ্যমকে জানিয়েছেন, স্নিগ্ধাকে ৮ সেপ্টেম্বর সাব্বির ভাইয়ের ছেলের জন্মদিনে প্রথম দেখেছি আমি। এরপর আমার পরিবারের পক্ষ থেকে গতকাল (৯ অক্টোবর) তাকে দেখতে যায়। এরপর দুই পরিবার কথা বলে রাজি হওয়াতে তখনই আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়।
জানা গেছে, সাব্বির জামানের ছোট বোন নুসরাত জামান স্নিগ্ধাও চট্টগ্রাম বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। চলতি বছর শেষে বা আগামী বছরের শুরুতে ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানিয়েছে দুই পরিবার।