প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিততে হবে এটা মনে করি না: মৌসুমী

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 01:13:36

প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিততে হবে এমনটা মনে করেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

মৌসুমী বলেন, ‘প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিততে হবে এটা আমি মনে করি না। শিল্পীদের অধিকার ও সম্মানের জায়গা ঠিক রাখতে আমি এবারের নির্বাচনে অংশ নিয়েছি। শিল্পীদের বড় চাওয়া হচ্ছে আত্মসম্মান। এই আত্মসম্মানের জন্যই তারা দিনের পর দিন নানা প্রতিকূলতা সত্বেও কাজ করে থাকেন। চলচ্চিত্রশিল্পী পরিচয় দিয়ে তারা সম্মানিত বোধ করেন।’

এরপর বর্তমান কমিটির ১৮১ জন শিল্পীর ভোটাধিকার খর্ব করেছেন উল্লেখ করে মৌসুমী বলেন, ‘স্বয়ং নিজের ঘর থেকেই সম্মান কেড়ে নেয়া হয় তাহলে তাদের বাইরের মানুষ কীভাবে সম্মান করবে? তাদের জন্যই এবার নির্বাচনে লড়ছি।’

মৌসুমীর এমন বক্তব্যের পর ভোটাধিকার হারানো অনেক শিল্পীরাই মৌসুমীর কাছে তাদের অধিকার ফিরে পাওয়ার আবেদন করে কান্না করতে থাকেন। এ সময় মৌসুমীর চোখেও পানি দেখা যায়।

এদিকে মৌসুমীর বিপরীতে নির্বাচন করা মিশা-জায়েদ প্যানেল অভিযোগ এনেছেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বহিরাগতদের নিয়ে এফডিসিতে মিছিল এবং শোডউন করেছেন মৌসুমী। এমন অভিযোগ নিয়ে মৌসুমী সাংবাদিকদের বলেন, ‘বাহিরাগত কাদের বলছেন আপনারা? যারা শত শত সিনেমাতে অভিনয় করেছেন। যাদের সমিতির ভোটারের তালিকা থেকে বাদ দিয়েছেন তাদের বহিরাগত বানিয়ে দিচ্ছেন? এটা ঠিক নয়। তারাও শিল্পী। তাদেরও সম্মান দিতে শিখুন।’

আসন্ন ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সিমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী।

এ সম্পর্কিত আরও খবর