সুজিত মোস্তফার নতুন গান

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-22 20:34:52

সুজিত মোস্তফা। নজরুলসঙ্গীত শিল্পী, সংগঠক, গবেষক ও সঙ্গীত প্রশিক্ষক।
নজরুলের গানের শুদ্ধচর্চা, বিকাশ ও সুরেরধারা প্রজন্ম থেকে প্রজন্মে জ্বালিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন তিনি।
প্রথম আধুনিক গানের অ্যালবাম আমার গানের প্রথম চরণখানি, বেরিয়েছিলো কলকাতা থেকে।

তখন ১৯৯৪।

তারপর দীর্ঘ বিরতি।

২০১০ সালে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে বেরিয়েছে তার নতুন আধুনিক গানের অ্যালবাম, আবার হলো দেখা।

১৬ বছর পেরিয়ে গেছে ততদিনে।

দেশে তো বটেই, দেশের বাইরেও রয়েছে তার বেশকিছু ছাত্রছাত্রী এবং ভক্ত।
আড্ডাপ্রিয় এ মানুষটির নতুন একটি গান ভিডিওসমেত বেরিয়েছে সম্প্রতি।
ব্যানার জি-সিরিজ এর অঙ্গসংগঠন অগ্নিবীণা।

কাল সারারাত শিরোনামের গানটি রেজাউল করিম শিল্পীর লেখা।

সুরস্রষ্টা ফয়সাল আহমেদ।

সংগীতায়োজনে নমন এনএমএন।

আহাদের স্ক্রিপ্টে ভিডিও পরিচালনায় ইয়াছির আরাফাত জুয়েল।

অভিনয়ে জিয়ন, অনামিকা এবং রেজাউল করিম শিল্পী।

প্রোডাকশন হলি স্মোক ফিল্মস।

শুটিং, নাচ-গান আর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকে সুজিত মোস্তফার পরিবারের সবাই।
তার বাবা আবু হেনা মোস্তফা, স্বনামধন্য কবি, সুরকার এবং গায়ক।

সঙ্গীনি দেশের প্রথিতযশা নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।

বিয়ে করেছেন ১৯৯৩ সালের ৩ জুলাই।

সঙ্গীতশিক্ষা নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সঙ্গীতগুরুদের কাছে।

ছায়ানট থেকে শিখেছেন শাস্ত্রীয় সঙ্গীত।

বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশনের জন্য নানান সময়ে ডাক পড়ে তার।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে নজরুলগীতি ও আধুনিক গান পরিবেশন করেন বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে।

 

এ সম্পর্কিত আরও খবর