মীমের পছন্দ ব্রাজিল, মম’র আর্জেন্টিনা

, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-30 12:42:06

চলছে বিশ্বকাপ ফুটবল ২০১৮। উত্তেজনা পুরো বিশ্বজুড়ে। শোবিজ তারকাদেরও নিজ নিজ পছন্দের দল আছে। কার পছন্দ কোন দল? তিন পর্বের ধারাবহিকের দ্বিতীয় পর্ব আজ।

 

ওমর সানী’র পছন্দ ব্রাজিল। শুধু সানিই নয়, তার পুরো পরিবারও ব্রাজিলের ঘোর সমর্থক। স্ত্রী তো বটেই, সন্তান দুজনও।

মৌসুমী বরাবরই খেলাধুলার প্রতি বেশি আগ্রহী। চার বছর পর পর যেহেতু ফুটবল বিশ্বকাপ আসে, এই মহাযজ্ঞের প্রতীক্ষায় থাকেন তিনি। খেলা দেখেন পরিবারের সবাই মিলে। ব্রাজিলের খেলা হলে কষ্ট করে রাত জাগতেও আাপত্তি থাকে না।

জাহিদ হাসান সমর্থন করেন আর্জেন্টিনা। পছন্দের খেলোয়ারের তালিকা অবশ্য লম্বা তার। আর্জেন্টিনার মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলের নেইমার- সবার খেলাই দেখার চেষ্টা করেন সময় করে।

মিশা সওদাগর মনে করেন, নান্দনিক ফুটবল খেলার ধারক ব্রাজিল। আশা করেন এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিলিয়ানরা। তার পছন্দের খেলোয়ারও কয়েকজন, নির্দিষ্ট একজন নয়।

জয় আহসান খেলা দেখতে চান গ্যালারীতে বসেই। কনফার্ম করেছেন রাশিয়ার টিকেট। পছন্দের দল ব্রাজিল। একনিষ্ঠ সমর্থক তিনি।

বাপ্পী চৌধুরীও ব্রাজিলের সমর্থক। আগে রোনালদো, রবিনহোর খেলা ভাল লাগতো। এখন নেইমার ভাল লাগে। খুব পছন্দ করেন তার খেলা। ব্রাজিলের সব ম্যাচ দেখতে চেষ্টা করেন তিনি।

নিরব-এর পছন্দের দল আর্জেন্টিনা। দলটির খেলার মধ্যে অন্য রকম মুগ্ধতা আছে বলে মনে করেন তিনি। কে কয়টা কাপ জিতলো, এটাকে হিসেবে ধরতে চাননা। পছন্দ করেন খেলার নৈপুণ্য দেখে। প্রিয় খেলোয়ার মেসি। তার ছোট্ট মেয়েও আর্জেন্টিনার ভক্ত হবে বড় হলে, ধারণা এমনটাই।

বিদ্যা সিনহা মীম ব্রাজিল সমর্থক। তার পুরো পরিবারও তাই। আশা করেন এবারও ব্রাজিলই জিতবে বিশ্বকাপ। অপেক্ষায় আছেন সময়ের।

জাকিয়া বারী মম চেষ্টা করেন বেশিরভাগ খেলা দেখার। প্রিয় দল অবশ্য আর্জেন্টিনা। ভাল লাগে জার্মানির খেলাও।

এ সম্পর্কিত আরও খবর