মাইকেল জ্যাকসন : শূন্যতার নয় বছর

, বিনোদন

মাহবুবুর রহমান সজীব | 2024-01-17 21:06:59

২৫ জুন ২০০৯-এর লস এঞ্জেলস। হঠাৎই খবর আসে মাইকেল জ্যাকসনের অবস্থা গুরুতর। কারণ, ওভারডোজ মেডিসিনের ফলে কার্ডিয়াক অ্যাটাক। অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয় তাকে। আজ এই কিংবদন্তির শূন্যতার নয় বছর।

বাচ্চা বয়সে, মাত্র পাঁচ বছর যখন, গানের সঙ্গে সখ্যতা তৈরি হয় মাইকেল জ্যাকসনের।
ভাইদের সঙ্গে যোগ দেন ‘দ্য জ্যাকসন ফাইভ’ সঙ্গীতগোষ্ঠীতে। মাইকেল ছিলেন সেই সঙ্গীতগোষ্ঠীর প্রধান গায়ক।

ষাটের দশক তখন। ‘দ্য জ্যাকসন ফাইভ’-এর প্রথম অ্যালবাম ‘ডায়ানা রোজ’ প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
সেই অ্যালবামের ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ গানটি সত্তরের জানুয়ারীতে বিলবোর্ডের হট তালিকার শীর্ষে উঠে আসে।

সেই যে শুরু, জীবদ্দশায় আর থামেননি জ্যাকসন। তিনিই একমাত্র সঙ্গীতশিল্পী, যিনি ‘ড্যান্স হল অব ফেম’ পুরষ্কারে ভূষিত হন।
কেউই থামাতে পারেনি তার অকল্পনীয় গতির পথচলা। একমাত্র মৃত্যুই কেড়ে নিয়েছে সবকিছু। মাত্র পঞ্চাশ বছর বেঁচেছিলেন তিনি।

কিংবদন্তি মাইকেল জ্যাকসন ব্রেক ড্যান্সে হৃদয় ভেঙেছেন। তবুও তিনি দাঁড়িয়ে আছেন আকাশমূখো ইউক্যালিপটাসের মতো, সবার হৃদয় আকাশে।
 তার বারোটি কম জানা বিষয় সম্পর্কে জানুন ভিডিওতে-

 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর