অস্কারের আমন্ত্রণ পেলেন সৌমিত্র-মাধবী

, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-27 16:57:14

প্রতিবারই অস্কারের সদস্য সংখ্যা বাড়ানো হয়।

এবারও বেড়েছে, তবে রেকর্ড সংখ্যক।

অস্কার কমিটি ২০১৯ সালের জন্য ৯২৮ জন নতুন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে।

যার মধ্যে ভারতীয় বিনোদন জগতের ২০ জনের নাম আছে।

কর্তৃপক্ষ বলছে, একই বছরে এতো সংখ্যক নতুন সদস্যকে আমন্ত্রণের ঘটনা আগে ঘটেনি।

এ তালিকায় উজ্জল হয়ে আছে দুই বাঙালি অভিনেতার নাম- সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়। তারা এ আমন্ত্রণ গ্রহণ করলে আগামী অস্কারের মঞ্চে বাঙালি দর্শকদের জন্য অবশ্যই বাড়তি রসদ থাকবে।

একাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেস-এর প্রকাশিত ওই তালিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামের পাশে লেখা আছে দু’টি ছবির নাম- অমিত রঞ্জন বিশ্বাসের ‘ব্রিজ’ ও সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’।

আর মাধবী মুখোপাধ্যায়ের নামের পাশে আছে সত্যজিৎ রায়েরই দুই ছবি- ‘মহানগর’ ও ‘চারুলতা’।


১৯৯২ সালের পর তাই অস্কার আসরে আবারও ফিরে আসছে সত্যজিৎ রায়ের নষ্টালজিয়া।


ভারত থেকে বাকি আমন্ত্রিতদের মধ্যে আছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহ, অনিল কাপুর ও টাবু।

প্রযোজক আদিত্য চোপড়া ও গুণিত মোঙ্গা, সিনেম্যাটোগ্রাফার অনিল মেহতা, ডিজাইনার ডলি আলুওয়ালিয়া ও মণীশ মালহোত্রা

সাউন্ড ডিজাইনার দেবজিৎ চাংমায় ও বিশ্বদীপ চট্টোপাধ্যায়, প্রোডাকশন ডিজাইনার সুব্রত চক্রবর্তী ও অমিত রায়

সংগীত পরিচালক ঊষা খান্না ও স্নেহা খানওয়ালকর এবং এডিটর বাল্লু সালুজা।

এ সম্পর্কিত আরও খবর