ডুয়েট গানে আবির-রজতাভ

, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-27 00:21:36


প্রায় সমস্ত ইন্ডাস্ট্রির অভিনেতাদের গায়ক হয়ে ওঠার প্রচলন বেশ আগের। বলিউড থেকে টলিউড, শাহরুখ খান থেকে জিৎ, এ তালিকা বাড়ছেই নিয়মিত। মুক্তিপ্রাপ্ত প্রায় ছবিতেই শোনা যাচ্ছে কারোর না কারোর কন্ঠস্বর।


কাজ চলছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ চলচ্চিত্রের। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।

গল্পে হরিণগড়ের রাজপুত্র কন্দর্পনারায়ণ হারিয়ে যায়। ভাগ্যক্রমে সে ভিড়ে যায় ডাকাতদলে। সেই ডাকাতদের হয়েই গান গাইতে দেখা যাবে আবিরকে। চলচ্চিত্রে সে কন্দর্পনারায়ণ। ভজবাবুর ভূমিকায় সঙ্গে থাকবেন রজতাভ দত্ত। গাইবেনও তিনি।

গল্পের ওই দৃশ্যের মজাটা ধরে রাখার জন্যই পর্দার অভিনেতা আবির ও রজতাভকে রাখা হয়েছে মূল গানের শিল্পীর ভূমিকায়। তাতে ফুটে উঠবে গানের মধ্যে লুকিয়ে থাকা রসবোধ। সেজন্যই নেয়া হয়নি কোনো পেশাদার শিল্পী।

গানটির শিরোনাম ‘ডাকাত হবো আস্তে আস্তে’। লিখেছেন শিলাজিৎ মজুমদার। সুরও তার।

এ সম্পর্কিত আরও খবর