৬৯তম ‘মিস ওয়ার্ল্ড’র জমকালো আসর যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় বসবে আগামী ১৪ ডিসেম্বর। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে গত ২১ নভেম্বর থেকে লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী রাফাহ নানজীবা তোরসা।
এরই মধ্যে ‘ড্যান্স অব ট্র্যাডিশন’, ‘ট্যালেন্ট কনটেস্ট’, ‘হেড টু হেড চ্যালেঞ্জ’সহ বেশ কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তোরসা।
এখনো মূল প্রতিযোগিতা শুরু না হলেও এক ভিডিও বার্তায় ভোট চেয়েছেন তোরসা। সেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখানে ভোটিংটা খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ী হতে এটা খবুই দরকার। তাই বাংলাদেশের মানুষের কাছে আমার চাওয়া, তারা যেন দেশকে তুলে ধরতে ফেসবুজ পেজ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, মবস্টার আইডি ও মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে ভোট দেন।’
যেভাবে ভোট করবেন তোরসাকে
* মিস ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটের এই লিংকে।
* গুগল প্লে স্টোর থেকে মবস্টারের অ্যাপ ডাউনলোড করে, সেখানে নিবন্ধন করে ‘এশিয়া’ অপশনে গিয়ে সার্চ বাটনের ‘Rafah Torsa’ লিখে ভেরিফায়েড চিহ্নযুক্ত ‘Rafah Torsa’ আইডিতে ফলো করে করতে হবে।