আমার অল্প জীবনের সবচেয়ে বড় অর্জন: সাইমন

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 15:56:06

ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমাতেই সাড়া ফেলেছিলেন সাইমন সাদিক। ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছিলেন ‘জ্বী হুজুর’ দিয়ে। তবে দর্শকপ্রিয়তা ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে। ২০১৩ সালে সাইমনের এই ‘পোড়ামন’ দিয়েই সিনেমা হলে দর্শক ভরিয়ে ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। তবে সাইমনের চূড়ান্ত সফলতাটা এলো ক্যারিয়ারের ১৪তম সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য আজ হাতে উঠেছে বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ২০১৮ সালের ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করেছেন সেরা অভিনেতার পুরস্কার।

সাইমন সাদিক

প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাইমন বার্তা২৪.কমকে বলেন, ‘আমার অল্প জীবনের সবচেয়ে বড় অর্জন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সবার কাছে আমার কৃতজ্ঞতা, দোয়া চাই আপনাদের কাছে। দোয়া করবেন যাতে এই সফলতা ধরে রাখতে পারি।’

সায়মন ১৯৮৫ সালে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর অবস্থিত কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর