দীর্ঘ বিরতির আবারও গানে ফিরলো ব্যান্ডদল অ্যাশেজ। সম্প্রতি ‘উড়ে যাওয়া পাখির চোখ’ শিরোনামে অন্তঃসারশূন্য অ্যালবামের দ্বিতীয় গান ‘অ্যাশেজ বাংলাদেশ’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে তারা।
জানা গেছে, গানটির কথা ও সুর জুনায়েদ ইভান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইফতি ইভান ও মির কাইসার। গানটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী ও গিটারের জাদুকর শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চুকে।
এ প্রসঙ্গে অ্যাশেজের ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, কিংবদন্তির কখনো মৃত্যু হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম তিনি গানের মাধ্যমে সবার অন্তরে বেঁচে থাকবেন। বেঁচে থাকার দীপ্তশিখা নিভে গেলে পুনরায় আগুন জ্বালাবার জন্য নিজের ভেতর যে জেদটুকু থাকা জরুরি তা এই গানের উপজীব্য বিষয়। আশা করছি গানটি আমাদের ভক্ত ও শ্রোতাদের ভালো লাগবে।
২০০৯ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ। ব্যান্ডটির প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ছারপোকা’। এই অ্যালবামটি দিয়েই জনপ্রিয়তা লাভ করেছিলো অ্যাশেজ।