শীত উপেক্ষা করেও ‘গহীনের গান’ দেখছেন দর্শক

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:53:08

বাংলাদেশের প্রথম সঙ্গীতধর্মী পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গহীনের গান’ শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের ১৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ব্যতিক্রমধর্মী এই সিনেমাটিতে প্রথমবার অভিনয় করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। বাংলাঢোলের প্রযোজিত পৌনে দুই ঘণ্টার এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

মুক্তির পর কেমন চলছে বাংলাদেশের প্রথম সঙ্গীতধর্মী পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি? ঢাকার বেশ কয়েকটি সিনেমা হল ঘুরে সেই খবর নিয়েছে বার্তা২৪.কম।

রাজধানীর নিউমার্কেট এলাকার বলাকা সিনেওয়ার্ল্ড সিনেমা হলে চলেছে ‘গহীনের গান’। হলটির ম্যানেজার এস এম শাহীন বার্তা২৪.কমকে বলেন, ‘এই ধরণের সিনেমা বাংলাদেশে একাবারেই নতুন। প্রথম দিন প্রতিটি শো মোটামুটি গিয়েছে। আসিফ ভাই সহ সিনেমাটির পুরো টিম গতকাল বলাকায় এসেছিলেন। যারা সিনেমাটি দেখছেন ভালই বলছেন। তবে আমি মনে করি, শীত কমলে দর্শক আরও কিছুটা বাড়বে।’

সিনেমা হলের সামনে আসিফকে ঘিরে দর্শক

রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে চলছে সিনেমাটি। হলটির মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বার্তা২৪.কমকে বলেন, ‘ব্যতিক্রমধর্মী সিনেমা হিসাবে প্রথমদিন ভালোই চলেছে ‘গহীনের গান’। আমি মনে করি, আসিফের যে ফ্যান আছে তারাই দেখছেন সিনেমাটি। এছাড়া গেল কয়েকদিন ঢাকায় প্রচণ্ড শীত। শীতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীত কমলে হয়তো দর্শক বাড়বে।’

এদিকে ঢাকার যমুনা ব্লক বাস্টার সিনেমাসে হলে গতকাল ‘গহীনের গান’ দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থী নাজিয়া সুলতানা আনিকা। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘সিনেমাটি গানের হলেও সাদাত হোসাইন দারুণ এক গল্পে গেঁথেছেন। সংলাপগুলোও সব লিখে রাখার মতন। দারুণ লেগেছে এক কথায়, তবে আমি যে শোতে সিনেমা দেখেছি সেই শোতে বেশি দর্শক ছিলনা।’

সিনেমাটির পরিচালক কথাসাহিত্যিক সাদাত হোসাইন মুক্তির দিন ঢাকার বেশ কয়েকটি সিনেমা হলে ঘুরেছেন পুরো টিম নিয়ে। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘প্রথমদিন আমরা যে সাড়া পেয়েছি তা অভূতপূর্ব। একটা সিনেমা হল থেকে তো আমরা বের হতেই পারছিলাম না। প্রথম সিনেমা হিসাবে আমার কিছুটা ভয় ছিল। তবে সাড়া দেখে আশ্বস্ত হয়েছি। এখন অপেক্ষায় আছি দর্শকদের ফিডব্যাকের।’

আসিফ আকবর ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ প্রমুখ।

৯টি গানের সমন্ধয়ে গড়া সিনেমাটির বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে।

‘গহীনের গান’ সিনেমা নিয়ে যা বলেছেন আসিফ আকবর 

এ সম্পর্কিত আরও খবর