শুক্রবার ১৮ সিনেমা হলে ‘কাঠবিড়ালি’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 09:51:23

নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালি’ সিনেমা ১৭ জানুয়ারি (শুক্রবার) দেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালের ২ মার্চ। বহু প্রতিকূলতার মধ্যে শুটিং শেষ করে সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। এর বাইরে আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক নিজে। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।

যে সব সিনেমা হলে দেখা যাবে ‘কাঠবিড়ালি’

স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস্ (ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), আনন্দ ( ঢাকা), চিত্রামহল (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল)।

আরও পড়ুন: ১৮০ কিমি যাত্রা শেষে ‘কাঠবিড়ালি’ দর্শন

এ সম্পর্কিত আরও খবর