গায়ক, নায়কের পর এবার লেখক হচ্ছেন আসিফ

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-21 18:32:32

প্রায় ‍দুই ‍যুগের সংগীত ক্যারিয়ার আসিফ আকবরের। সম্প্রতি নায়কও হয়েছেন এই গায়ক। গায়ক, নায়কের পর এবার লেখক হচ্ছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী।

এবারের বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ‘অমর একুশে বইমেলা ২০২০’ আসিফের লেখা ‘পোটকরা টু ম্যানহাটান’ নামের একটি বই প্রকাশ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে আসিফ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

আসিফ আকবর

ওই স্ট্যাটাসে আসিফ লিখেছেন, কেউ কেউ প্রস্তাব করলেন বই লিখতে, যে কথাটা আমলে নিলে আমার কোনদিন লেখাই বের হতোনা।মনে যা আসে তাই লিখি সহজ সাবলীল ভাষায় ছোট গল্পের মত করে।ঔপন্যাসিক সাদাত হোসাইনের উৎসাহে শেষ পর্যন্ত আমার বই পোটকরা টু ম্যানহাটান আসছে ২০২০ এর বইমেলায়। আমার ফেসবুক স্ট্যাটাসগুলো যাচাই বাঁছাই করে বইটি বাজারে আনছে অন্যধারা প্রকাশনী। শুরু হতে যাচ্ছে আমার আরো একটি নার্ভাস ইনিংস।

 

আসিফ আকবর কুমিল্লা জেলায় ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’র মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’।

এ সম্পর্কিত আরও খবর