এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেবে সরকার

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:05:23

ক্যানসার আক্রান্ত বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেবে সরকার। এই শিল্পীর চিকিৎসার সমগ্র বিষয়টি তদারকি করতে সিঙ্গাপুর দূতাবাসকে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাওয়ার আগে চিকিৎসার জন্য এন্ড্রু কিশোরকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছিলেন প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরে যাওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত বছরের ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সেই থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশেসহ বিভিন্ন দেশে এই গুণী শিল্পীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশের ‘প্লেব্যাক সম্রাট’ বলা হয় জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরকে। তার প্লে-ব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন ‘চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে।

এ সম্পর্কিত আরও খবর