গণ্ডি ছাড়ানো বন্ধুত্বের গল্পই ‘গণ্ডি’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 16:38:24

‘এই বন্ধুত্ব, আড্ডা, গল্প... এগুলো কি শুধুই তোমাদের? আমাদের কি শুধুই মৃত্যুর জন্য অপেক্ষা?’ এভাবেই নির্মাতা ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ সিনেমার সদ্য প্রকাশিত ট্রেলারে আক্ষেপ করে বলছিলেন সব্যসাচী চক্রবর্তী।

এর আগে এক ভিডিও বার্তার মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ‘গণ্ডি’র অফিসিয়াল ফেসবুক পেজে জানান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা মুস্তাফার বিপরীতে এই সিনেমার অন্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী।

ট্রেলারে দেখা যায়, অবসরে থাকা মানুষগুলোর জীবন কতটা নিঃসঙ্গতায় ভরা। সময়ের আঁচড় বদলে দিয়েছে পারিবারিক কাঠামো আর এই মানুষগুলোকে করে দিয়েছে আরো বেশি নিঃসঙ্গ। এই জীবনে যদি একটা বন্ধু আসে, যার সাথে নিঃস্বার্থভাবে কিছুটা সময় কাটানো যায়, গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়-তাহলে খারাপ কি? কিন্তু এই সমাজ পরিবার কিভাবে নিবে এই বন্ধুত্ব? বন্ধুত্বের কি কোন কাল, সময়, বয়স, গণ্ডি আছে? ঠিক এই প্রশ্নের প্রেক্ষাপট ধরে গণ্ডি ছাড়ানো বন্ধুত্বের গল্পই ‘গণ্ডি’।

পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, অপেক্ষার পালা শেষ। সামনে মাসের ৭ তারিখ মুক্তি পাবে ‘গণ্ডি’। চলচ্চিত্রটি নিয়ে আমরা অনেক আশাবাদী। একটু ভিন্নধর্মী বন্ধুত্বের গল্প নিয়ে খুবই কমন একটি সামাজিক বাঁধাকে তুলে ধরেছি। পরিবারের অটুট বন্ধন প্রধান্য পেয়েছে চলচ্চিত্রটিতে। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মত সিনেমা ‘গণ্ডি’। তাই সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো।

সব্যসাচী ও সুবর্না মুস্তাফা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে। গড়াই ফিল্মস প্রযোজিত রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের আবহ সংগীত করছেন পশ্চিম বঙ্গের প্রখ্যাত সংগীত ব্যাক্তিত্ব দেবজ্যোতি মিশ্র। ইতিমধ্যেই এই সিনেমার গানগুলো দর্শক শ্রোতার কাছে জনপ্রিয়তা পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর