শুটিং স্পটে পড়ে গিয়ে গুরুতর আহত আলিয়া

, বিনোদন

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-25 16:32:09

বুলগেরিয়ায় শুটিং করতে গিয়ে আচমকাই দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার সকালে ‘‌ব্রহ্মাস্ত্র’‌ সিনেমার সেটে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন এই অভিনেত্রী । অয়ন মুখোপাধ্যায়ের ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ের জন্য বেশকিছুদিন ধরেই বুলগেরিয়াতে রয়েছেন আলিয়া । গত ১৫মার্চ নিজের ২৫তম জন্মদিনও পালন করেছেন সেখানেই । হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে শুটিং চলাকালীন আচমকাই সেট থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন আলিয়া ভাট । ডান হাতে এবং কাঁধে ভীষণ আঘাত পেয়েছেন তিনি । হাতে রক্ত জমাট বেঁধে রয়েছে । ডান হাত ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ঝুলিয়ে রাখতে হচ্ছে । ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত বেশ কিছুদিন শুটিং করার কোনো সম্ভাবনা নেই৷ মার্চ মাসের শেষের দিকে বুলগেরিয়ার শুটিং শেষ করে ভারতে ফেরার কথা ছিল ‘ব্রহ্মাস্ত্র’র এই পুরো টিমের৷ কিন্তু আলিয়ার চোটের জন্যই তার আগেই ফিরে আসতে পারে পুরো টিম। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’তে আলিয়া ভাট ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর সহ আরো অনেকেই । আগামী বছর ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা ।

এ সম্পর্কিত আরও খবর