এই তো সেদিন ‘পরী’র বাবা হয়েছেন বিখ্যাত ‘পরী’ গানের গায়ক। বলছিলাম শুভাশিস মজুমদার বাপ্পার কথা। নাম পড়ে চিনতে সমস্যা হলে, আপনার কাছে তার পরিচিত নাম বাপ্পা মজুমদার।
বাংলাদেশের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের ৪৮তম জন্মদিন আজ। সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদারের ঘরে আজকের দিনে ১৯৭২ সালে জন্মগ্রহণ তিনি।
সংগীত পরিবারে জন্ম নেওয়া বাপ্পা মজুমদারের সংগীতে হাতেখড়ি হয় বড় ভাই পার্থ মজুমদারের কাছে। বাপ্পা ‘তখন ভোর বেলা’ শিরোনামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন ১৯৯৫ সালে। এরপর ১৯৯৬ সালে সঞ্জীব চৌধুরী মিলে গড়ে তোলেন ‘দলছুট’ ব্যান্ড।