‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনে’র শ্যুটিং শুরু ১৩ মার্চ

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 18:07:30

সরকারি অনুদান ও বঙ্গবিডির সহ-প্রযোজনায় ১৩ মার্চ শুরু হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ সিনেমার শ্যুটিং। সিনেমাটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল।

জানা যায়, ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ড. মুহম্মদ জাফর ইকবাল সুন্দরবনের গল্প শোনাবেন এবং এ সিনেমার কলাকুশলীর নাম ঘোষণা করবেন। এ ছবির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

ছবির মূল চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পরীমনি। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকার ও এক ঝাঁক শিশুশিল্পী। ঢাকা, মংলা, সুন্দরবন এবং চাঁদপুর ও বরিশালের নদীপথের দৃশ্য এ সিনেমায় ধারণ করা হবে।

উল্লেখ্য, ড. মুহম্মদ জাফর ইকবালের শিশু-কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মাণ হতে যাচ্ছে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’। ছবিটির জন্য প্রথমবার গানও লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। আসছে ১৩ মার্চ এ সিনেমার শুটিং শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর