বসন্ত উৎসবে নর্থ সাউথ মাতাবে ‘চিরকুট’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 14:06:37

ঢাকা বাসন্তী রঙে সেজে গেলো ১৪ ফেব্রুয়ারি বসন্তকে বরণ করে নিয়েছে। তবে নর্থ সাউথ ইউনিভার্সিটি নানা আয়োজনে এবারের বসন্ত বরণ করবে ১৬ ফেব্রুয়ারি (বরিবার)।

সেজন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাস জুড়ে চারদিকে রঙের ছড়াছড়ি। নর্থ সাউথ ইউনিভার্সিটি সংস্কৃত সংগঠনের আয়োজনে সারাদিন ব্যাপী এবারের বসন্ত উৎসবে থাকছে বাউল, সার্কাস, ফেস পেইন্টিং, নৃত্য পরিবেশনা ও সংগীত পরিবেশনা। আয়োজনে বিকাল ৪টায় সংগীত পরিবেশনা অংশে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। সেই সঙ্গে ইউনিভার্সিটির বেশ কিছু ব্যান্ডদল এই আয়োজনে পারফর্ম করবেন। বার্তা২৪.কমকে এই তথ্য নিশ্চিত করেছে ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) জাহেদুর রহমান শাকিল।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চিরকুট/ ফাইল ফটো

২০০২ সালে প্রতিষ্ঠিত হয় চিরকুট। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেন শারমিন সুলতানা সুমি (ভোকাল), পাভেল আরিন (ড্রামস), ইমন চৌধুরী (গিটার, বাঞ্জো, মান্ডোলিন), দিদার হাসান (বেজ), জাহিদ হাসান নিরব (কিবোর্ড, হারমোনিয়াম)।

এ সম্পর্কিত আরও খবর