মান্নাহীন ঢাকাই সিনেমার এক যুগ আজ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 20:19:21

মান্না নেই; এই দুই শব্দের এক যুগ আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি এই ১২ বছরে ঢাকার সিনেমায় স্বশরীরে মান্না উপস্থিত নেই না ঠিকই কিন্তু মান্না আছেন তার কোটি ভক্তের হৃদয়ে।

মান্না শুধু এই নামেই ঢাকাই সিনেমার এক দশক বিশ্লেষণ করা যাবে। তবে সিনেমার পর্দার বাইরে মান্নার আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন।

এরপর ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন। নায়ক রাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচিত্রে সুযোগ করে দেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ (১৯৮৪)। তবে সিনেমাটি মুক্তির আগে ‘পাগলি’ শিরোনামে মান্নার একটি সিনেমা মুক্তি পায়।

নায়ক মান্না

এরপর ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় একক নায়ক হিসেবে প্রথম সুযোগ পান মান্না। এই সিনেমার সফলতার পর মান্নাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

মান্না ৪৪ বছরের জীবনে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। সিনেমায় বলেছেন বঞ্চিত নিপীড়িত মানুষের কথা। চলচ্চিত্র প্রযোজক হিসাবেও দেখিয়েছেন তুমুল সফলতা। ঢাকাই সিনেমাকে প্রায় এক দশক নিজে টেনে নিয়ে গেছেন।

তবে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার এই অ্যাকশান হিরো। মান্না চলে গেছেন ১২ বছর হলো। তবে রেখে গেছেন ঢাকাই সিনেমার এক সমাপ্ত অধ্যায়।

এ সম্পর্কিত আরও খবর