মাতৃভাষা দিবসে বিটিভিতে ‘ভাষা’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 15:22:51

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর বিনম্র চিত্তে দিনটি পালন করে থাকেন বিশ্ববাসী। স্মরণ করা হয় ভাষা শহীদদের। বিশেষ এই দিন উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে থাকে নানা অনুষ্ঠানের আয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনেও প্রচার হবে বিশেষ একক নাটক। নাম ‘ভাষা’।

শাহ্ জামানের প্রযোজনায় সৈয়দ মনজুরুল ইসলাম রচিত এ নাটক পরিচালনা করেছেন হিমেল ইসহাক।

নাটকে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, হাফিজু রহমান সূরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, নিথর মাহবুব, তাহমিনা সুলতানা মৌ শানারাই দেবী শানু, সূচনা শিকদার, তপন, শিশুশিল্পী তুর্যসহ অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের একটি অংশে মাইম শিল্পী নিথর মাহবুবের মূকাভিনয়ও রয়েছে।

নাটকে প্রমিত বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন জাতি গোষ্ঠীর ভাষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর