তোমার লেখা গান গাইবে ‘আভাস’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 20:19:03

২০১৭ সালে শিরোনামহীন ছাড়ার পর একই বছরের শেষের দিকে নতুন ব্যান্ড ‘আভাস’ গড়ে তোলেন তানযীর তুহীন। এরই মধ্যে তৃতীয় গান প্রকাশ পেয়েছে ব্যান্ডদলটির। প্রস্তুতি চলছে প্রথম অ্যালবাম তৈরির।

সেই লক্ষ্যে, ‘লিরিক হান্ট’ শুরু করেছে ব্যান্ড ‘আভাস’। এই কার্যক্রম চলছে গামী ৩১ মার্চ পর্যন্ত।

এ প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল তানযীর তুহীন জানিয়েছেন, এবার ব্যতিক্রম করছি। আপনার লেখা লিরিকে,গাইবে আভাস। লেখা পাঠানোর শেষ সময় ৩১শে মার্চ। যে কোন বিষয়ে,একাধিক লিরিক পাঠানো যাবে। গানের কথা আভাস ব্যান্ড ও প্ল্যাটফর্মের ফেসবুক পেজে পাঠানো যাবে। এছাড়াও ই-মেইল ও ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া যাবে।

তোমার লেখা গান গাইবে ‘আভাস’

জানা গেছে, ১০টি গান নিয়ে তৈরি হবে ‘আভাস’র প্রথম অ্যালবাম; এগুলোর ভিডিও তৈরি হবে অ্যানিমেশনের মাধ্যমে। এটি তৈরি করবে প্লাটফর্ম নামের প্রতিষ্ঠান।

‘আভাস’ ২০১৮ সালের আগস্ট মাসে ‘মানুষ ১’ শিরোনামে প্রথম গান প্রকাশ করে। এর পরের বছরের জানুয়ারিতে প্রকাশিত হয় ‘আভাস’ শিরোনামের একটি গান। সবশেষ প্রকাশিত ‘বাস্তব’ ব্যান্ডদলটির তৃতীয় গান।

বর্তমানে ‘আভাস’ ব্যান্ডের লাইনআপে আছেন লিড গিটার (সুমন), বেস গিটার (রাজু), ড্রামস (রিঙ্কু), কিবোর্ডস (শাওন) ও ভোকাল ( তুহীন)।

 

এ সম্পর্কিত আরও খবর