হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিতা উইলসন। করোনায় আক্রান্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছিলেন।
সোমবার (১৬) হ্যাঙ্কসের প্রতিনিধি সিএনএনকে জানান, এই দম্পতি এখন বাড়িতে সঙ্গরোধে আছেন।
গত সপ্তাহে করোনাভাইরাসে শনাক্ত হওয়ায় তাদের হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো।
জানুয়ারির শেষ দিকে গায়ক এলভিস প্রিসলির উপর একটি সিনেমার কাজ শুরুর জন্য তারা অস্ট্রেলিয়ায় যান। হ্যাঙ্কস সিনেমায় প্রিসলির ম্যানেজার কলোনেল টম পার্কারের চরিত্রে অভিনয় করবেন। বর্তমানে সিনেমাটির কাজ স্থগিত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) এক টুইট বার্তায় হ্যাঙ্কস ও উইলসন তাদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। এরপর থেকে তারা নিয়মিত নিজেদের স্বাস্থ্যের উন্নতির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে আসছিলেন।